দলের রাজা কে হবে? তা নিয়েই কি লড়াই? না কি লড়াইয়ের নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? দুই দাঁতাল হাতির লড়াইয়ের ভিডিয়ো এখন ভাইরাল। খড়্গপুর বন বিভাগের কলাইকুণ্ডা এলাকায় রয়েছে প্রায় ৯০টি হাতির একটি দল। মনে করা হচ্ছে সেই দলের দুই সদস্যের মধ্যেই এই লড়াই হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, হাতিদের এই লড়াই স্বাভাবিক আচরণের মধ্যে পড়ে। ১২ সেকেন্ডের ভিডিয়োতে দেখা গিয়েছে, খাল পারে দু’টি হাতি লড়াই করছে। খালের সেতুর উপর দাঁড়িয়ে ছিল একটি হাতি। অন্যটি সেতুর দিকেই যাচ্ছিল। হঠাৎই একটি হাতি তেড়ে যায় জঙ্গল থেকে আসা হাতিটির দিকে। দু’টি হাতির মধ্যে শুরু হয়ে যায় লড়াই। একটি হাতি অন্য জন জঙ্গলের দিকে ঠেলে নিয়ে যায়।