প্রতিবেদন: প্রচেতা
রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম পশ্চিমবঙ্গ সফরে দ্রৌপদী মুর্মু। বাংলায় দু’দিন থাকবেন দেশের প্রথম নাগরিক। রেস কোর্সে দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। বঙ্গ সফরের একাধিক কর্মসূচিতে রাষ্ট্রপতির প্রথম গন্তব্য ছিল এলগিন রোডের নেতাজি ভবন। সেখানে সুভাষচন্দ্র বসুর স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা নিবেদনের পর তিনি চলে আসেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদানের পর দ্রৌপদী মুর্মু ঘুরে দেখলেন তিনটি গ্যালারি। রাজ্যের ‘অতিথি’ দ্রৌপদী মুর্মুকে জোড়াসাঁকো ঘুরিয়ে দেখালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ঘণ্টাখানেক সময় সেখানে কাটানোর পর তিনি রওনা দেন রাজভবনের উদ্দেশে। বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে, সেই অনুষ্ঠানে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।