Draupadi Murmu

বাংলায় এসেই রবি স্মরণ, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে দেখলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নেতাজি ভবন ঘুরে জোড়াসাঁকোয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

প্রতিবেদন: প্রচেতা

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৩ ১৩:৫৯
Share:
Advertisement

রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম পশ্চিমবঙ্গ সফরে দ্রৌপদী মুর্মু। বাংলায় দু’দিন থাকবেন দেশের প্রথম নাগরিক। রেস কোর্সে দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। বঙ্গ সফরের একাধিক কর্মসূচিতে রাষ্ট্রপতির প্রথম গন্তব্য ছিল এলগিন রোডের নেতাজি ভবন। সেখানে সুভাষচন্দ্র বসুর স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা নিবেদনের পর তিনি চলে আসেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদানের পর দ্রৌপদী মুর্মু ঘুরে দেখলেন তিনটি গ্যালারি। রাজ্যের ‘অতিথি’ দ্রৌপদী মুর্মুকে জোড়াসাঁকো ঘুরিয়ে দেখালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ঘণ্টাখানেক সময় সেখানে কাটানোর পর তিনি রওনা দেন রাজভবনের উদ্দেশে। বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে, সেই অনুষ্ঠানে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement