‘ছোটবেলার হারিয়ে যাওয়া রূপকথার গল্পগুলি ফিরিয়ে আনছে এই কাজ’, বললেন ‘পঞ্চমী’-র রাজদীপ
‘‘বাস্তবের বাইরে গিয়ে অবাস্তবের গল্প ফুটিয়ে তোলা অনেক বেশি মজার, চ্যালেঞ্জিংও’’, মনে করেন এই ধারাবাহিকের দুই চরিত্র ‘পঞ্চমী’ ও ‘চিত্রা’।
নিজস্ব সংবাদদাতা
কলকাতাশেষ আপডেট: ২৪ মার্চ ২০২৩ ১৭:৩৮
Share:
Advertisement
‘পঞ্চমী’ ধারাবাহিকের মূল চরিত্র আসলে একটি সাপ, যে মানুষের রূপ ধরে থাকে। বাস্তবের সুখ-দুঃখের টানাপড়েন নিয়েই এগোয় গল্প । রূপকথার কল্পজাল বোনে ধারাবাহিক 'পঞ্চমী'। এই ধারাবাহিকের সেট ঘুরে দেখল আনন্দবাজার অনলাইন।