তিনি ফিটনেস ফ্রিক। মডেলিং দিয়েই কেরিয়ার শুরু। গ্ল্যামার জগতের হাতছানিতেই আহমেদাবাদের চাকরি ছাড়া। স্বপ্ন পূরণ করতে খানিকটা বাড়ির অমতেই মুম্বই পাড়ি দেন অভিনেতা। এরপর বেশ কিছু বিজ্ঞাপন, মিউজ়িক ভিডিয়ো জনপ্রিয়তা এনে দেয়। হিন্দি ছবি দিয়ে অভিনয় শুরু করলেও বাংলার প্রতি টানেই টলিউডে অভিষেক তাঁর। অতনু ঘোষের ‘অংশুমানের ছবি’, কৌশিক গাঙ্গুলির ‘আরেকটি প্রেমের গল্প’-এ তাঁকে নতুন করে চিনলেন বাংলা ছবির দর্শক। সৃজিত মুখোপাধ্যায়ের ‘অটোগ্রাফ’-এ তাঁকে সাদরে গ্রহণ করেন সিনেমাপ্রেমীরা। তিনি ইন্দ্রনীল সেনগুপ্ত।