কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধারের ঘটনায় কাঠগড়ায় বিচারব্যবস্থা, বিচারপতির বিচার করবে কে?

বিচারপতি যশবন্ত বর্মার দাবি, টাকা উদ্ধারের ঘটনা মিথ্যা।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১২:৫৯
Share:
Advertisement

বিচারপতির বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি নগদ উদ্ধার। শিরোনামে দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মা। বিতর্কের পরেই বিচারপতিকে সমস্ত রকম মামলার শুনানি থেকে অব্যাহতি।

রহস্য কোথায়? ১৪ মার্চ। রাত তখন প্রায় সাড়ে এগারোটা। বিচারপতি যশবন্ত বর্মার বাসভবনের আউট হাউসে আগুন লাগে। সতেরো ঘণ্টা পর, ১৫ মার্চ বিকেল ৪ টে ৫০। দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায়কে ফোন করেন। অভিযোগ প্রকাশ্যে আসে। প্রশ্ন ওঠে দিল্লি পুলিশের হাতে পোড়া টাকার ভিডিয়ো থাকার পরেও কেন এতো দেরি? কে বা কারা পোড়া টাকা এবং নথি উদ্ধার করেন? দমকল নাকি পুলিশ? ঘটনার রাতেই কি আবর্জনা উদ্ধার করা হয়, না কি ১৫ মার্চ সকালে? যে মোবাইলে ফুটেজ তোলা হয় তা কি বাজেয়াপ্ত করেছে পুলিশ? বিচারপতি বর্মার দাবি, টাকা উদ্ধারের ঘটনা মিথ্যা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement