সোমবার আবার ভূমিকম্প দক্ষিণ তুরস্কে। ভূমিকম্পের কেন্দ্র ছিল মালটিয়ার ইয়েসিলিউর্ট অঞ্চল। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫.৬। মৃত্যু হয়েছে এক জনের, আহত ১০০ জনেরও বেশি। ভেঙে পড়েছে ২৪টির বেশি বাড়ি। গত ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের পরে সবে কেটেছে তিন সপ্তাহ। তুরস্ক ও সিরিয়া জুড়ে এখন শুধুই ধ্বংসস্তূপ। এখনও চলছে উদ্ধার কাজ, মৃত্যু ছাড়িয়েছে পঞ্চাশ হাজার। এই বিপর্যয়ের মাঝেই সোমবারের ভূমিকম্প নতুন করে আশঙ্কার সৃষ্টি করেছে।