May Day

সিপিএমের পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ভাঙড়ে, দাবি ওড়াল তৃণমূল

সিপিএমের পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। মে দিবসের দিন এই অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়। যদিও সিপিএমের তোলা ওই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

নিজস্ব সংবাদদাতা
ভাঙড় শেষ আপডেট: ০১ মে ২০২৩ ১৯:১২
Share:
Advertisement

সিপিএমের পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। মে দিবসের দিন এই অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়। মে দিবসে ভাঙড়ের নাটাপুকুর এলাকায় সিপিএম নেতৃত্বের তরফে দলীয় পতাকা তোলা হয়েছিল। সিপিএম নেতাদের অভিযোগ, সেই পতাকা ছিঁড়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অস্থায়ী শহীদ বেদিও ভাঙা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, তৃণমূলের তরফে হুমকি দেওয়া হয়েছে যে, এলাকায় সিপিএমের পতাকা তোলা যাবে না। যদিও তৃণমূল নেতৃত্ব ওই অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই। সিপিএম নেতা-কর্মীরা নিজেরাই দলের পতাকা ছিঁড়ে এবং শহিদ বেদি ভেঙে তাঁদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন বলে পাল্টা অভিযোগ জোড়াফুল শিবিরের নেতাদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাশীপুর থানার পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement