হুগলির আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে হুমকি বার্তা পাঠানোর অভিযোগে গ্রেফতার করা হল এক বিজেপি কর্মীকে। অপরূপার অভিযোগ, মঙ্গলবার রাতে তাঁকে হোয়াটসঅ্যাপ করে পাঠানো হয়েছিল ওই হুমকি বার্তা। এ নিয়ে বুধবার পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। এর পর পুলিশ শেওড়াফুলির এক বিজেপি নেতাকে প্রাথমিক ভাবে আটক করে পুলিশ। পরে গ্রেফতার করা হয় তাঁকে। এই ঘটনায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন হুগলির নেতৃত্ব।
অপরূপার অভিযোগ, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ তাঁকে একটি অপরিচিত নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়েছিল। তাতে লেখা ছিল, ‘‘তুই বাঁচবি তো?’’ এর পর বুধবার শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সাংসদকে ওই হুমকি বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে শেওড়াফুলির চাতরা এলাকার বাসিন্দা তথা স্থানীয় বিজেপি নেতা অম্লান দত্তের বিরুদ্ধে। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। তৃণমূলের দাবি, অম্লান এক জন বিজেপি নেতা। গত পুরভোটে বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির হয়ে প্রার্থীও হন তিনি।