প্রতিবেদন ও সম্পাদনা: তীর্থঙ্কর
‘মা মুঝে টেগোর বানা দে’। থিয়েটার ‘বাঁচানো’র স্বার্থে ২০১০ থেকে নাটকটি নিয়ে সারা দেশ ঘুরছেন জম্মুর নাট্যকার-পরিচালক ও অভিনেতা লাকি গুপ্তা। মাঝে করোনার জন্য বিরতি নিতে হয়েছিল। অবশেষে এ শহরে তিনি। রবিবার কলকাতার এক অভিনয় শিক্ষার স্কুলে নাটকটির ১১০৬তম উপস্থাপনা করলেন লাকি। থিয়েটারে নতুন নিরীক্ষার প্রয়োজন, নতুন দর্শকদের থিয়েটার দেখতে নিয়ে আসতে হবে, নতুন প্রজন্মকে উৎসাহিত করতে হবে এই শিল্পমাধ্যমে। লাকি জানাচ্ছেন, এই উদ্দেশ্যেই ‘মুঝে টেগোর বানা দে’ নিয়ে তাঁর মাইলের পর মাইল যাত্রা।