Soil Cutting

মাটির গাড়ির দাপটে দফারফা রাস্তার, ভেঙে বেরিয়ে এসেছে কঙ্কাল, ক্ষোভ বারুইপুরের গ্রামে

পিচ, ইট বেরিয়ে এসে রাস্তার কঙ্কালসার চেহারা। গ্রামবাসীদের অভিযোগ, মাটির গাড়ির দাপটে দফারফা হয়েছে রাস্তা। তাঁদের দাবি, এ নিয়ে পঞ্চায়েতে অভিযোগ করেও কোনও লাভ হয়নি।

নিজস্ব সংবাদদাতা
বারুইপুর শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৩ ২২:০১
Share:
Advertisement

পিচ, ইট বেরিয়ে এসে রাস্তার কঙ্কালসার চেহারা। গ্রামবাসীদের অভিযোগ, মাটির গাড়ির দাপটে দফারফা হয়েছে রাস্তা। অভিযোগ, মাটির গাড়ির যাতায়াতে উড়ছে ধুলো। তাঁদের দাবি, এ নিয়ে পঞ্চায়েতে অভিযোগ করেও কোনও লাভ হয়নি। এই চিত্র বারুইপুরের শিখরবালি-২ পঞ্চায়েতের দক্ষিণ দুর্গাপুর এলাকার। গ্রামবাসীদের অভিযোগ, দক্ষিণ দুর্গাপুর স্কুল মোড় থেকে বিষ্ণুপুর থানার রসখালি যাওয়ার প্রায় সাড়ে ৮ কিলোমিটার রাস্তা এখন বেহাল। শিখরবালি-২ পঞ্চায়েতের প্রধান মেনকা নস্করের দাবি, বারুইপুর থানার পুলিশ মাটির গাড়ি যাতায়াত বন্ধ করেছে ওই রাস্তায়। বারুইপুরের বিডিও সৌরভ মাজি জানিয়েছেন, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। বারুইপুরের মহকুমাশাসক সুমন পোদ্দার আশ্বাস দিয়েছেন, অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement