Suvendu Adhikari

মমতার ছবি বিক্রি নিয়ে সরব, পঞ্চায়েতের আগে সারদা অস্ত্রে শান শুভেন্দুর

অখিল গিরির পদত্যাগ দাবি করে বিজেপি মহিলা মোর্চার মিছিল। নিজের বক্তব্যে সারাদা ইস্যু টেনে আনলেন শুভেন্দু।

প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: অসীম

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২২ ২০:৪৪
Share:
Advertisement

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে আরও একবার আলোচনার কেন্দ্রে সারদা কেলেঙ্কারি? সম্ভাবনা তেমনই। বেশ কয়েকদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি এবং তা বিক্রিকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই সব বিষয় নিয়ে সরব হচ্ছেন শুভেন্দু অধিকারী। সোমবারও তার অন্যথা হল না। এ দিন মন্ত্রী অখিল গিরির পদত্যাগ দাবি করে মিছিল করে বিজেপি মহিলা মোর্চা। ওয়াই চ্যানেলে সেই মিছিলের শেষে নিজের বক্তব্যে আরও একবার সারদা কেলেঙ্কারির প্রসঙ্গই টেনে আনলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডু কি লিওনার্দো দ্য ভিঞ্চির ছবি কিনেছিলেন? অপেক্ষা করুন ছবি আসছে...।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement