নবান্নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পর্যালোচনা বৈঠকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একাধিক অভিযোগ। অনেক বেসরকারি হাসপাতালেই স্বাস্থ্যসাথী কার্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না! অভিযোগ শুনেই অগ্নিশর্মা মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ‘নরমে গরমে’ কাজ করার পরমার্শ মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ, ‘‘ব্যবস্থা না নিলে সরকারের টাকা জলে যাবে, মানুষও কিছু পাবে না। স্বাস্থ্যকাথী কার্ডকে অগ্রাধিকার না দিলে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, প্রয়োজনে লাইসেন্স বাতিল করতে হবে। মানুষ বঞ্চিত হলে কড়া হতেই হবে।