Medical College Kolkata

ইতিহাস ফিরিয়ে আনল মেডিক্যাল, ছাত্র সংসদের ভোট পরিচালনায় পড়ুয়ারা

১৯২৮ সালে ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে গিয়ে ছাত্র সংসদের নির্বাচন নিজেরাই করিয়েছিলেন পড়ুয়ারা। প্রায় এক শতক পর কলকাতা মেডিক্যাল কলেজে সেই ঘটনার পুনরাবৃত্তি।

প্রতিবেদন: প্রিয়ঙ্কর

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ ১২:০৭
Share:
Advertisement

মেডিক্যালে ইতিহাসের পুনরাবৃত্তি। ১৯২৮ সালে ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে গিয়ে সংসদের নির্বাচন নিজেরাই করিয়েছিলেন পড়ুয়ারা। প্রায় এক শতক পর সেই ঘটনার পুনরাবৃত্তি। কলকাতা মেডিক্যাল কলেজে শেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল ২০১৬ সালে। চলতি বছরের ২২ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচনের কথা ঘোষণা হলেও, তা কার্যকর করার ক্ষেত্রে কোনও সদিচ্ছা দেখায়নি কলেজ কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে নিজেদের দাবি আদায়ে অনশনে বসেন পড়ুয়ারা। তারপর গণকনভেশন এবং নাগরিক মিছিলের পর ছাত্ররা সিদ্ধান্ত নেন, নিজেদের ভোট তাঁরা নিজেরাই করাবেন। তৈরি হয় নির্বাচনের নীতিমালা। সমাজকর্মী ও চিকিৎসক বিনায়ক সেন, অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, সমাজকর্মী সুজাত ভদ্র এবং বোলান গঙ্গোপাধ্যায়রা সেই নির্দেশিকা পর্যবেক্ষণ করে তাতে সায় দেন। আজ তা অনুসরণ করেই ভোট হচ্ছে মেডিক্যালে। বেলা ৩টেয় ভোট প্রক্রিয়া শেষের পর, আজই ফলাফল ঘোষণা। প্রশ্ন, ছাত্রদের পরিচালনায় সংসদের নির্বাচন কি মেনে নেবে কর্তৃপক্ষ?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement