প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: অসীম
সম্প্রতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষাকর্মী ও তাঁর স্ত্রীকে, তাঁদেরই সহকর্মীরা আদিবাসী বলে গালাগাল ও মারধর করে বলে অভিযোগ। এর বিরুদ্ধে এ বার সরব হলেন কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাঁদের বক্তব্য, ২০২২ সালেও সমাজ বদলায়নি। মনে করিয়ে দিচ্ছেন রহিত ভেমুলার কথা। তাঁদের আফসোস, এত সচেতনতা প্রচারের পরেও যদি চিন্তাভাবনার বদল না ঘটে, তবে আর কবে ঘটবে?