প্রতিবেদন: প্রচেতা ও রিঙ্কি, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: সুব্রত
আদিবাসী দম্পতিকে কুকথা এবং শারীরিক নির্যাতনের অভিযোগ। অভিযোগ, মানিক হেমব্রম এবং শকুন্তলা হেমব্রম নামের সরকারি শিক্ষাকর্মী দম্পতিকে ‘নিচু জাত’ বলে কটূক্তি করা হয়েছে। শুধু তাই নয়, তাঁদের জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি। এমনকি মারধর করা হয়েছে বলেও অভিযোগ হেমব্রম দম্পতির। এই অভিযোগ উঠেছে খাস কলকাতার বুকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। সহকর্মীদের আক্রোশের শিকার হওয়া দম্পতি সিঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অভিযুক্ত ৭ শিক্ষাকর্মীর বিরুদ্ধে ইতিমধ্যেই দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।স্থায়ী শিক্ষাকর্মী রাজকুমার ঝা-কে সাসপেন্ড করেন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। বরখাস্ত করা হয়েছে চুক্তি ভিত্তিক আরও ৬ শিক্ষাকর্মীকে।