প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: অলোক
বর্ষবরণের রাতে ছাত্র মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে উত্তাল আন্দোলন। মিছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। সিসিটিভি ফুটেজ-সহ দোষীদের নাম প্রকাশ করতে হবে, এই দাবিকে সামনে রেখেই মঙ্গলবার মিছিল করেন আলিয়ার পড়ুয়ারা। তাঁদের স্পষ্ট বক্তব্য, আনিস হত্যার বিচার তাঁরা পাননি। ক্ষোভ উগড়ে দিয়ে পড়ুয়ারা বলছেন, আর কত মৃত্যু হলে বিচার পাওয়া যাবে। একই সঙ্গে পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয়-সহ ক্যাম্পাস সংলগ্ন রাস্তার নিরাপত্তা আরও বাড়াতে হবে।