প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: বিজন
দ্রুত, স্বচ্ছ নিয়োগের দাবিতে দু’দিনের ‘লং মার্চ’ করলেন রাজ্য সরকারের গ্রুপ ডি পদে চাকরিপ্রার্থীরা। ৩ এপ্রিল তমলুকের মাতঙ্গিনী হাজরার বাসস্থান থেকে পদযাত্রা শুরু হয়। বুধবার ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের অবস্থান মঞ্চে এসে শেষ হয় সেই পদযাত্রা। তমলুক থেকে আন্দোলনকারীরা ধর্মতলার মঞ্চে পৌঁছলে তাঁদের ফুল ছিটিয়ে সংবর্ধনা জানান অন্যান্য বিক্ষোভ মঞ্চের অংশগ্রহণকারী। তমলুক থেকে কলকাতার পথে বার বার তাঁদের পুলিশের তরফে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন ‘লং মার্চে’ অংশগ্রহণকারীরা। দাবি, পুলিশি হেলস্থার হাত থেকে রক্ষা পাননি বিশেষ ভাবে সক্ষম এক চাকরিপ্রার্থীরাও। প্রসঙ্গত, এ দিন ২২৬ দিনে পা রাখল গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের অবস্থান।