এক সময় মুখ দেখাদেখি বন্ধ ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই মনোমালিন্য থিতিয়ে এসেছে। জন্মদিনের অনুষ্ঠানের পর আবারও এক সঙ্গে দুই খান। সৌজন্যে বাবা সিদ্দিকির ইফতার অনুষ্ঠান। বলিউডের তারকাদের ঘনিষ্ঠ পশ্চিম বান্দ্রার প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকি। যে কোনও বিপদে বলিউডের পাশে দাঁড়ান তিনি, এমনটাও শোনা যায়।বাবা সিদ্দিকির আমন্ত্রণ পাওয়াটা রীতিমতো ‘স্টেটাস সিম্বল’ বলিপাড়ায়। ইফতারের সন্ধ্যায় তাই স্বভাবতই চাঁদের হাট সিদ্দিকিকে ঘিরে।