Sanjay Dutt

কন্নড় ছবির সেটে বোমা বিস্ফোরণ, আহত সঞ্জয় দত্ত

কন্নড় ছবি ‘কেডি’-তে খলনায়কের চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ‘মার্টিন’ খ্যাত অভিনেতা ধ্রুব সারজা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ১৮:১৬
Share:
Advertisement

বেঙ্গালুরুর মাগাড়ি রোডে কন্নড় ছবি ‘কেডি’র শুটিং চলাকালীন সেটে বোমা বিস্ফোরণ। আহত সঞ্জয় দত্ত। ফাইট মাস্টার রবি বর্মার উপস্থিতিতেই চলছিল দৃশ্যের শুটিং। শুটিং চলাকালীনই সেটে ফেটে যায় বোমা। বেঙ্গালুরুর কাছে মাগাড়ি রোড এলাকায় বিস্ফোরণ ঘটে বলে খবর। অভিনেতার হাতে, কনুইয়ে ও মুখে চোট লেগেছেবলে খবর। আপাতত বন্ধ ছবির শুটিং।

একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন সঞ্জু বাবা। ফাইট মাস্টার রবি বর্মার উপস্থিতিতেই চলছিল দৃশ্যের শুটিং। শুটিং চলাকালীনই সেটে বোমা ফেটে যায়। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সঞ্জয় সুস্থ আছেন বলে জানা যাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement