CV Ananda Bose

মমতা-আন্দোলনকারী আলোচনার প্রস্তাব, মধ্যস্থতায় রাজ্যপাল?

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার আর্জি, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে মধ্যস্থতা করার ‘অনুরোধ’ সংগ্রামী যৌথ মঞ্চের।

প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: বিজন

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ মার্চ ২০২৩ ১৭:০৯
Share:
Advertisement

মহার্ঘ্য ভাতার দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলন। ৩১ দিনের মাথায় রাজ্যপালের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। রবিবার রাজভবনে সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন ৫ প্রতিনিধির একটি দল। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে ত্রিপাক্ষিক আলোচনার দাবি জানিয়ে এসেছেন তাঁরা। এ দিন ১১টা বেজে ৪০ মিনিট নাগাদ রাজভবনে আসেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। অ্যাম্বুলেন্সে করে রাজভবনে নিয়ে আসা হয় অনশকারী সরকারি কর্মী ভাস্কর ঘোষকে। ২০ মিনিটের সাক্ষাতের পর রাজভবনের বাইরে সাংবাদিক বৈঠকে আন্দোলনকারীরা স্পষ্ট করে দেন, সরকার সংবেদনশীল ভূমিকা নিয়ে ইতিবাচক পদক্ষেপ নিলে অনশন তুলে নেওয়া হবে। “সরকারকে বৈঠকে বসতে হবে এবং সম্মানজনক শর্তেই সমস্যার নিষ্পত্তি হবে”, বক্তব্য সংগ্রামী যৌথ মঞ্চের নেতা বিপুল রায়ের। তাঁর বক্তব্য, রাজ্যপাল তাঁদের আশ্বস্ত করেছেন, তিনি নিজের সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকের ব্যবস্থা করবেন।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement