প্রতিবেদন: স্রবন্তী, চিত্রগ্রহণ: অতনু, সম্পাদনা: ঋতুরাজ
“একজন অভিনেত্রীকে বোঝার জন্য এক ভিন্ন পুরুষ মন দরকার, যার বোঝাপড়ার ক্ষমতা অনেক পরিণত,” বলছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। নিজের দাম্পত্যে বাইশ ঋতু পেরিয়ে গিয়েছেন। পরিচালক অরিন্দম শীলের ‘মায়াকুমারী’র বৈবাহিক জীবন নিয়ে বলতে গিয়ে নিজের জীবনের কথা বললেন অভিনেত্রী। কথা প্রসঙ্গে যেমন এক দিকে এল পরিচালক অরিন্দম শীলের সঙ্গে প্রথম কাজ করার অভিজ্ঞতা। তেমনি উঠে এল ইন্ডাস্ট্রিতে একা লড়াই করে যাওয়ার কথা। এত কাজ, সাফল্যের পরেও মুখিয়ে আছেন নতুন বছরে সুপারহিট ছবির জন্য। আর প্রসেনজিৎ-ঋতুপর্ণা? হেসে বললেন, “নতুন বছরে প্রসেনজিৎ-ঋতুপর্ণা বাংলা ছবির দর্শকদের জন্য নতুন খবর নিয়ে আসবে।”