খাতায়কলমে বিদায় নিয়েছে শীত। বসন্তের শুরুতে শীতের আমেজও উধাও। এর মধ্যেই শনিবার সকাল থেকে বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গের কিছু এলাকা। অসময়ের বৃষ্টি তাপমাত্রাও বাড়িয়ে দিয়েছে বেশ খানিকটা।
দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, ক্যানিংয়ে শনিবার সকাল থেকে আকাশের মুখ ছিল ভার। ঝিরঝিরে বৃষ্টি হয়েছে বিস্তীর্ণ এলাকায়। জয়নগরের বিভিন্ন এলাকায় ঝিরঝিরে বৃষ্টিতে কমেছে দৃশ্যমানতা। কোথাও কোথাও তা ৮০ মিটারের কাছাকাছি পৌঁছে গিয়েছে।
বৃষ্টি হয়েছে কুলতলিতেও। এ ছাড়া, সুন্দরবন লাগোয়া গোসাবাও শনিবার সকাল থেকে হালকা বৃষ্টিতে ভিজেছে। দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে তাপমাত্রা কিছুটা বেড়েছে। রাতের দিকে ২২ ডিগ্রি সেলসিয়াস ছিল এই জেলার তাপমাত্রা। তা সকালে বেড়ে হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস।