রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শুক্রবার লোকসভা সচিবালয়ের তরফে এ কথা জানানো হল। মোদী পদবি নিয়ে রাহুলের ২০১৯ সালের ‘আপত্তিকর’ মন্তব্যের দায়ে বৃহস্পতিবার গুজরাতে সুরাত জেলা আদালত রাহুলকে দু’বছর জেলের সাজা দিয়েছিল। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করা হল বলে জানাচ্ছে লোকসভা সচিবালয়। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। মণীশ তিওয়ারির বক্তব্য, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই লোকসভা সচিবালয়ের।