Priyanka Gandhi Vadra

প্রধানমন্ত্রী ‘কাপুরুষ’, রাহুলের সাংসদ পদ খারিজে মোদীকে নিশানা প্রিয়ঙ্কার

বিশ্বের দুটো প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাহুল গান্ধী লেখাপড়া করেছেন। কেমব্রিজ থেকে অর্থনীতি নিয়ে লেখাপড়া করে আসার পর তাঁকে আপনারা (বিজেপি) পাপ্পু বানিয়ে দিলেন: প্রিয়ঙ্কা গান্ধী বঢরা

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৩ ১৪:৪৯
Share:
Advertisement

‘মোদী’ পদবী নিয়ে আপত্তিকর মন্তব্য। দোষী সাব্যস্ত রাহুল গান্ধীর ২ বছরের কারাদণ্ড, বাতিল হল সাংসদ পদ। প্রতিবাদে কংগ্রেস। রাজঘাটে ‘সঙ্কল্প সত্যাগ্রহ’ কর্মসূচি থেকে নাম না করে নরেন্দ্র মোদীকে নিশানা প্রিয়ঙ্কা গান্ধীর। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কার মন্তব্য, “রাহুল গান্ধী কী এমন করেছেন? দু’টো প্রশ্নই তো করেছেন। গণতন্ত্রের অর্থই তো প্রশ্ন তোলা। প্রশ্ন তোলার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। দেশের জনতা কী দেখতে পাচ্ছে না? আপনারা চোখ খুলুন। এই গোটা সরকার, গোটা মন্ত্রিসভা কেন একটা মানুষকে বাঁচাতে চাইছে? এই আদানি কে, যাঁর নাম উঠলেই তাঁকে আশ্রয় দেওয়ার কথা ভাবা হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী ক্ষমতার আড়ালে লুকিয়ে আছেন, আপনি কাপুরুষ। চাইলে আমাকেও গ্রেফতার করুন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement