প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: শুভাশিস
মাঠে তিনি একাধিক সেঞ্চুরি হাঁকিয়েছেন। এ বার জীবনের ক্রিজ়ে অর্ধ শতরান করলেন রাহুল দ্রাবিড়। পঞ্চাশে পা দিয়েই কলকাতায় ভারতীয় দলের হেড স্যার। ১২ জানুয়ারি ইডেন গার্ডেন্সে একদিনের ম্যাচে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। তার আগের দিন শহরে দুই দলের ক্রিকেটাররা। দলের সঙ্গেই নিজের জন্মদিনে শহরে এলেন ‘মিস্টার ডিপেন্ডবল’। সেই ইডেন যেখানে ২০০১ সালে স্টিভ ওয়ের অস্ট্রেলিয়ার অশ্বমেধের ঘোড়ার দৌড় থামিয়ে দিয়েছিলেন লক্ষণের সঙ্গে জুটি বেঁধে। যে ইনিংস আজও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে উজ্জ্বল। ইডেনের ‘হল অব ফেমে’ জায়গা পেয়েছে সেই যুগলবন্দীর ছবি। ফের সেই ইডেনেই খেলবে তাঁর দল। তবে এবারে তিনি ব্যাটারের ভূমিকায় নন, থাকবেন হেডস্যারের ভূমিকায়। ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে। সাজছে মাঠ, চলছে লেজ়ার শোয়ের প্রস্তুতি।