প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সুব্রত
মে মাসের শুরু থেকেই রাজ্যে ফের দুর্যোগ? আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বুধবার থেকেই পাহাড় থেকে সমতল রাজ্যের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি বজ্রবিদ্যুৎ নিয়ে সতর্কও করেছেন মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “রাজ্যের একাধিক জায়গায় তাপমাত্রা স্বাভাবিক কিংবা স্বাভাবিকের থেকেও কম ছিল। শুক্রবারের পর থেকে এই পরিস্থিতির বদল ঘটবে। ধারাবাহিকভাবে বাড়বে তাপমাত্রা। তবে কলকাতা এবং কলকাতা সংলগ্ন একাধিক জেলায় উত্তাপ বাড়লেও তা ৪০ ডিগ্রি হবে না।” আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। যা সোমবার নিম্নচাপে পরিণত হতে পারে। রাজ্যের সামগ্রিক হাওয়াবদলের উপর নজর রাখছে মৌসম ভবন। নজর রাখছে নবান্নও।