ভেষজ আবির তৈরি করছে মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। এই নিয়ে তৃতীয় বছর। টিফিনের বিরতিতে ছোট্ট ছোট্ট হাতে শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে আবির বানাচ্ছে পড়ুয়ারা। বিভিন্ন ধরনের শাকসব্জি যেমন ধনেপাতা, পালং শাক, বিট ,গাজর, পুঁই মিছরি, কাঁচা হলুদ প্রভৃতি থেকে রস বের করে অ্যারারুটে মিশিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন রঙের এই আবির। আবির বানানোর কাজ পড়ুয়াদের যেমন পরিবেশ সম্পর্কে সচেতন করবে, ঠিক তেমনই তাদের সৃজনশীলতাও বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক সৌম্যসুন্দর মহাপাত্র।