দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে আদি মহোৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজেদের তৈরি সামগ্রী নিয়ে এই মেলায় অংশগ্রহণ করবেন আদিবাসী জনজাতির মানুষ। দিল্লি এবং উত্তর প্রদেশের নয়ডা সংলগ্ন মানুষের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদন, ‘‘আদিবাসীদের তৈরি জিনিস কিনুন, একটা জিনিসও যেন বাড়ি নিয়ে যেতে না হয়।” এই মহোৎসবের উদ্বোধনী ভাষণে আদিবাসী সমাজের উন্নয়নের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ‘‘স্বাধীনতার পর প্রথমবার দেশের রাষ্ট্রপতি হয়েছেন একজন আদিবাসী মহিলা।” তাঁর বক্তব্য, কেন্দ্র সরকার আদিবাসী সন্তানদের ভবিষ্যৎ নিয়ে একাধিক কাজ করেছে। এ দিন তিনি বলেন, ‘‘আদিবাসী সন্তানরা বিজ্ঞান না পড়লে ডাক্তার, ইঞ্জিনিয়ার কী ভাবে হবে? আদিবাসী সন্তানদের ভবিষ্যৎ আমার প্রাথমিক লক্ষ্য। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত দেশে মাত্র ৯০টি একলব্য আদিবাসী স্কুল খোলা হয়েছিল। কিন্তু বিগত ৮ বছরে পাঁচশোর থেকেও বেশি একলব্য স্কুল স্বীকৃতি পেয়েছে। চারশো স্কুলে লেখাপড়াও শুরু হয়ে গিয়েছে। এই স্কুলে এক লক্ষ পড়ুয়া পড়ছে। ৪০ হাজার শিক্ষক এই স্কুলগুলোতে পড়াচ্ছেন। আগে আদিবাসীদের ভাষার প্রতিবন্ধকতা ছিল। নতুন শিক্ষানীতিতে মাতৃভাষায় শিক্ষায় জোর দেওয়া হয়েছে। এখন আদিবাসী সন্তানরা মাতৃভাষায় লেখাপড়া করতে পারবে।”