সম্পাদনা: শুভাশিস
বাবা চানাচুর কারখানার কর্মী। দুই সন্তানের মধ্যে ছোট লাবনী ছোটবেলা থেকেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে উঠেছেন। দু’হাত প্রায় অসাড়, দুই চোখে দৃষ্টিও অস্বচ্ছ। তবুও স্বপ্ন দেখা ছাড়েননি লাবনী। একগুঁয়ে জেদ নিয়ে উচ্চশিক্ষার পথে পাড়ি দিয়েছেন। লেখকের সাহায্য নিয়ে এ বারের মাধ্যমিক পরীক্ষায় বসছেন তিনি। পঞ্চায়েতের তরফ থেকে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে। সাংসারিক অনটন, শরীরের বাধা— সব কিছুকে জয় করে লাবনীর হৃদয়ে এগিয়ে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন।