১৫ এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফ-এর মধ্যে সংঘর্ষ চলছে। রক্তক্ষয়ী গৃহযুদ্ধে ইতিমধ্যে মৃত্যু হয়েছে পাঁচশোরও বেশি মানুষের। ঘরছাড়া প্রায় ৭৫ হাজার। আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি সুদানে আটকে পড়েছেন বহু ভারতীয়ও। তাঁদের ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। নৌসেনা ও বায়ুসেনার সহায়তায় শুরু হয়েছে ‘অপারেশন কাবেরী’। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, অন্তত ২৩০০ ভারতীয়কে এর মধ্যে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।