উপকূলের দিকে যত এগোচ্ছে, শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। অতি প্রবল নয়, প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েই বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গুজরাতের জখাউ উপকূলের কাছে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। মৌসম ভবন জানাচ্ছে, আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১৫ কিলোমিটার। ক্ষয়ক্ষতির আশঙ্কায় ইতিমধ্যেই গুজরাতের আটটি উপকূলীয় জেলা থেকে ৭৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। শুধু কচ্ছ থেকেই সরানো হয়েছে ৩৪ হাজার ৩০০ বাসিন্দাকে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ১৮টি দল উপকূলীয় জেলাগুলিতে মোতায়েন করা হয়েছে। বেশ কিছু জেলায় বুধবার থেকেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস, ঘূর্ণিঝড় যত উপকূলের দিকে এগোবে, কচ্ছ, পোরবন্দর, দেবভূমি দ্বারকা, জামনগর এবং মোরবীতে তত বৃদ্ধি পাবে বৃষ্টিপাত।