ইউক্রেনে রাশিয়ার হানায় যে শুধু সে দেশের অর্থনৈতিক ও মানব সম্পদই বিপর্যস্ত তা নয়, বিপন্ন সে দেশের শতাব্দী প্রাচীন শিল্পকলার ভান্ডারও। বোমারু বিমানের আঘাতে গুঁড়িয়ে গিয়েছে একের পর এক চোখ ধাঁধানো স্থাপত্য। অভিযোগ উঠেছে একাধিক জাদুঘর লুঠের। রুশ আগ্রাসনের হাত থেকে বাদ যায়নি ইউক্রেনীয় সাহিত্য আর গ্রন্থাগারও। অনেক ইউক্রেনবাসীর অভিযোগ, রাশিয়ার এই যুদ্ধ শুধু তাঁদের ভূখণ্ডের উপর দখল কায়েম করার প্রচেষ্টাই নয়, বরং ইউক্রেনীয় সংস্কৃতির উপর সাম্রাজ্যবাদী আধিপত্য বিস্তারের উদ্যোগও বটে।