অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি। অবিরাম অতি ভারী বৃষ্টির ফলে জলমগ্ন নতুন এলাকা। আগামী বেশ কিছু দিন অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাজ্যে। মৌসম ভবনের তরফ থেকে জারি করা হয়েছে ‘কমলা সতর্কতা’। শেষ খবর অনুযায়ী, ৭৮০টি গ্রাম জলে ডুবে। সারা রাজ্যে প্রায় ১১ হাজার হেক্টর চাষের জমি বন্যায় ভেসে গিয়েছে। ১৪টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন দু’হাজারেরও বেশি অসমবাসী। সবচেয়ে ক্ষতিগ্রস্ত নলবাড়ি জেলা। প্রায় ৪৫ হাজার বাসিন্দা বন্যার কবলে। ঘরবাড়ি ছেড়ে বাঁধে বা পাকা সড়কে আশ্রয় নিয়েছেন অনেকে। বন্যা আক্রান্ত অসমবাসীকে উদ্ধারের কাজে নেমেছে কেন্দ্রের ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল।