প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: অসীম
রাজ্যে ক্রমেই অগ্রসর হচ্ছে মৌসুমি বায়ু। পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরের কিছু অঞ্চল ছাড়া গোটা রাজ্যে সর্বত্রই বর্ষা শুরু হয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। ২৩ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। তার পরে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে। ২৫ বা ২৬ জুন নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। ২২ এবং ২৩ জুন বজ্রপাতের সতর্কতা দিয়ে বিশেষ বুলেটিন প্রকাশ করেছে আবহাওয়া দফতর। তবে আলিপুর হাওয়া অফিসের বক্তব্য, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চললেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।