অসমে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে বলে দাবি সরকারি সূত্রে। তবে এখনও জলের তলায় বরপেটা-সহ চার জেলা। সরকারি সংস্থার রিপোর্ট অনুযায়ী, প্রায় ৩৮ হাজার মানুষ বন্যার কবলে। তবে বেসরকারি পরিসংখ্যান জানাচ্ছে, ৬ জেলায় প্রায় ৮৩ হাজার অসমবাসী বন্যা আক্রান্ত। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বৈঠকের পর হিমন্ত টুইটে লেখেন, “অসমের সুখস্বাচ্ছন্দকে প্রধানমন্ত্রী সব সময়েই অগ্রাধিকার দিয়ে এসেছেন।” রাজ্য সরকার সূত্রে খবর, বন্যা পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন এবং মোদী এর মোকাবিলায় সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।