প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
রবিবার বিকেল থেকেই ছিল সাজ সাজ রব। রাত গড়িয়ে বড়দিন আসতেই ডিসেম্বরের শহরে বাজছে জিঙ্গল বেল। সকাল থেকেই ব্যস্ত উৎসব মুখর কলকাতা। উপচে পড়া ভিড় ভিক্টোরিয়ায়। ১৯ শতকের শুরুতেই রানি ভিক্টোরিয়ার স্মরণে এই স্থাপত্য নির্মাণের কথা ভেবেছিলেন তৎকালীন বড়লাট লর্ড কার্জন। ১৯০৬ সালের ৪ জানুয়ারি এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের শিলান্যাস করেন ওয়েলসের রাজা পঞ্চম জর্জ। ১৯২১ সালে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ১ কোটি ৫ লক্ষ টাকায় তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়াল। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ইতিহাসে মোড়া এই স্থাপত্য দেখতেই উৎসাহী আট থেকে আশি সবাই। সেই ছবিই ক্যামেরাবন্দি করল আনন্দবাজার অনলাইন।