প্রতিবেদন: রিঙ্কি
পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসব। আলোতে সেজে উঠেছে গোটা মাদার টেরিজা সরণি। রাস্তার দু’ধারের ইমারতের মাঝপথ দিয়ে তৈরি হওয়া জাগতিক ক্যানভাসকে যেন আরও মহাজাগতিক রূপ দিয়েছে শৃঙ্খলাবদ্ধ আলো। ক্রিসমাসের ‘গ্যালাক্সি’ দিক নির্দেশ করে নিয়ে যাচ্ছে গন্তব্যে। মেট্রো স্টেশন থেকে চতুষ্পদী মোড়, ট্রিঙ্কাস, দ্য পার্ক, অক্সফোর্ড, কুসুম রোলের ভিড় ঠেলে মিছিল চলে যাচ্ছে অ্যালেন পার্ক পর্যন্ত। বছরের পর বছর, ধারাবাহিক এই ছবির ব্যতিক্রম নেই। এ বছরও তাই। বরং আরও একটু বেশিই বোধহয়। রাস্তায় আনন্দের মিছিল আর নিজস্বী শিকারিদের নিরাপত্তার ঘেরাটোপে চলমান রেখেছে প্রশাসন। যান চলাচল থমকে গেলেও সচল কলকাতা পুলিশের চোখ। চক্রব্যূহের নিরাপত্তার কড়াকড়ির মধ্যেই পার্কস্ট্রিট সুর তুলেছে— ‘জিঙ্গল বেল, জিঙ্গল বেল...’।