সম্পাদনা: সৈকত
কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রাণ হারালেন ১৯ রাষ্ট্রীয় রাইফেল্সের কর্নেল মনপ্রীৎ সিংহ, মেজর আশিস ডোনচাক এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট পদমর্যদার অফিসার হুমায়ুন ভট্ট। এই হত্যার দায় স্বীকার করেছে রেসিসট্যান্ট ফ্রন্ট নামের একটি জঙ্গিগোষ্ঠী। এই রেসিসট্যান্ট ফ্রন্ট পাকিস্তানের মদতপুষ্ট লস্কর-ই-তইবারই একটি অংশ, যারা ভূস্বর্গে একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত। অনন্তনাগের গাড়োলে এনকাউন্টারের নেতৃত্বে ছিলেন রাষ্ট্রীয় রাইফেল্সের কর্নেল মনপ্রীৎ। বন্দুকযুদ্ধে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তাঁর দেহ। গুলিবিদ্ধ হন মেজর আশিস এবং ডিএসপি হুমায়ুনও। এই তিন জনকেই রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তিন নিরাপত্তারক্ষীর। জঙ্গিদের খোঁজে ঘটনাস্থলে চলছে তল্লাশি। অনন্তনাগের গাড়োলে মোতায়েন করা হচ্ছে আরও সেনা।