প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর
৬২৭ বছরে পদার্পণ করল শ্রীরামপুরের মাহেশের রথ। মঙ্গলবার মাহেশের মন্দির থেকে বেরিয়ে ৯ দিনের জন্য মাসির বাড়ি যাবেন জগন্নাথ, সঙ্গে যাবেন বলরাম এবং সুভদ্রা। শুক্লা অমাবস্যার দ্বিতীয়া তিথিতে ভোর ৫টায় মঙ্গলারতি থেকেই শুরু হয়ে গিয়েছে রথযাত্রার প্রস্তুতি। সকালে ভোগ প্রদানের পর রত্নবেদী থেকে মন্দিরের চাতালে নামিয়ে আনা হয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ। সেখানে ভক্তদের দর্শনের পর দুপুরে বিগ্রহ নিয়ে আসা হবে রথে। সবার প্রথমে রথে উঠবেন নারায়ণ। এর পর বিকেলে রথের রশিতে পড়বে টান। শ্রীরামপুরের রথ উপলক্ষে মাহেশে ৫ লক্ষ মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা।