এ বছরও নিষ্ঠার সঙ্গে পালিত হল বারুইপুরের রায়চৌধুরী বাড়ির রথযাত্রা। জমিদার রাজবল্লভ রায়চৌধুরীর সময় থেকেই এই রথযাত্রার সূত্রপাত, যা আজও সাড়ম্বরে পালিত হয়ে আসছে। প্রায় ৩৫০ বছর আগে রাজবল্লভ রায়চৌধুরী স্বপ্নাদেশে পেয়ে নিজের বাড়িতে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠা করে রথযাত্রার সূচনা করেছিলেন। এই রথযাত্রাকে কেন্দ্র করে রায়চৌধুরীদের রাস ময়দানে বসে বিরাট মেলা, চলে এক মাস ধরে। রায়চৌধুরী বাড়ির রথ দেখতে নানান প্রান্ত থেকে দর্শনার্থী ও পুণ্যার্থীরা ছুটে আসেন বারুইপুরে।