প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সৌরভ, সম্পাদনা: সুবর্ণা
প্রথমে কমোড ব্যবহারের সুবিধা পেলেও আর সেই সুবিধা পাচ্ছেন না। দেওয়া হচ্ছে না চেয়ারও। কোমরে চোটের কথা উল্লেখ করে আলিপুর আদালতে জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জেলবন্দি প্রাক্তন মন্ত্রী যে শুধু ঘনিষ্ঠ মহলেই তাঁর ক্ষোভের কথা জানিয়েছেন তা নয়, এমনকি সংবাদমাধ্যমের কাছেও নিজের ‘মন কি বাত’ বলতে দ্বিধা করেননি তিনি। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সেলিম রহমানের বক্তব্য, “সিবিআই তদন্তের নামে অভিযুক্তকে আটকে রাখছে। ওঁনার (পার্থ চট্টোপাধ্যায়) বিরুদ্ধে সিবিআই এখনও কোনও প্রামাণ্য তথ্য দিতে পারেনি। জেলে থাকলেও প্রত্যেক মানুষের অধিকার থাকে, একজন আসামীরও সেই অধিকার প্রাপ্য। সেটা না পেলে তিনি অবশ্যই বলবেন এবং তাঁর বলারও অধিকার আছে।” অন্যদিকে সিবিআইয়ের তরফে এ দিন পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণ গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য-সহ বাকি অভিযুক্তদের আইনজীবীদের সওয়ালের বিরোধিতা করে বলেন, “অভিযুক্তরা কেউ স্বাধীনতা সংগ্রামী নন। এই মমলা রাজনৈতিক নয় বরং দুর্নীতির। সিবিআই তার সাধ্যমতো চেষ্টা করছে।”