প্রাকৃতিক বিপর্যয়ের সময় উদ্ধারকাজে যাতে বেগ না পেতে হয় সে জন্য গোসাবায় শুরু হল অস্থায়ী হ্যাম রেডিয়ো সেন্টার তৈরির কাজ। এর উদ্যোক্তা ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাব। গোসাবার চণ্ডীপুর এলাকায় আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে এই কাজ। এর ফলে প্রাকৃতিক দুর্যোগের সময় স্থানীয় বাসিন্দাদের নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে সুবিধা হবে বলে দাবি রেডিয়ো স্টেশনের কর্মীদের। অসামরিক প্রতিরক্ষা কর্মী দেবব্রত মণ্ডল কয়েক মাস আগে হ্যাম রেডিয়ো তৈরির প্রশিক্ষণ নিয়েছিলেন। তার পর শুরু হয় হ্যাম রেডিয়ো স্টেশন তৈরির পরিকল্পনা। কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রকের তরফে অনুমতিও দেওয়া হয়েছে ওই বেসরকারি রেডিয়ো স্টেশনটিকে। এমনটাই দাবি উদ্যোক্তাদের।