প্রতিবেদন: শ্রাবস্তী, চিত্রগ্রহণ: ঋতুরাজ, সম্পাদনা: বিজন
বাংলা ছবির একশো বছর পার করে ইতিহাস উঠে এল, মুক্তি পেল অরিন্দম শীল পরিচালিত ছবি ‘মায়াকুমারী’। সিনেমার মধ্যে সিনেমার গল্প, বাংলা ইন্ডাস্ট্রির পুরনো গন্ধ ফিরে এল ঋতুপর্ণা সেনগুপ্ত ও আবীর চট্টোপাধ্যায়ের 'মায়াকুমারী' ছবিতে। অনেকগুলি গানের সমন্বয়ে তৈরি এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন বিক্রম ঘোষ। ‘মায়াকুমারী’-তে দেখা যাবে রজতাভ দত্ত, অরুণিমা ঘোষ, সৌরসেনী মৈত্র-সহ বেশ কিছু জনপ্রিয় মুখ। ২০১৯-এ শ্যুটিং শেষ হয়ে গেলেও তিন বছর পর এই ছবিকে দর্শকের কাছে পৌঁছে দেওয়া নিয়ে আনন্দিত পরিচালক অরিন্দম শীল।