প্রতিবেদন: শ্রাবস্তী, চিত্রগ্রহণ: ঋতুরাজ, সম্পাদনা: তীর্থঙ্কর
দেশভাগের পর কেটে গেছে পঁচাত্তর বছরের বেশি সময়। তার স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন অনেকে। রয়ে গেছে শিকড়ের প্রতি টান। পরবর্তী প্রজন্মের কাছে সেই দেশভাগ এসেছে গল্পের আকারে, চলচ্চিত্রের মাধ্যমে। অপরাজিতা দাশগুপ্তের ‘আকাশপ্রদীপ’ সেই শিকড়ের গন্ধ বয়ে আনে।