প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সৌরভ, সম্পাদনা: বিজন
শনিবার দুপুরেই বাহানগা বাজারে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা দিলেন ট্রেন দুর্ঘটনায় দোযীদের কঠোর শাস্তি দেওয়ার। ঘটনাস্থলে দাঁড়িয়ে তাঁর ঘোষণা, ‘‘যাঁরা জড়িত, তাঁদের কাউকে রেয়াত করা হবে না।” তাঁর আরও বক্তব্য, ‘‘এটা দুঃখজনক ঘটনা। আহতদের চিকিৎসায় কোনও খামতি রাখবে না সরকার। খুবই গুরুতর ঘটনা এটা। পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছি।’’
শুক্রবার রাতেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন তিনি। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তার পরেই বালেশ্বরের উদ্দেশে রওনা দেন মোদী। শনিবার বিকেল পৌনে ৪টা নাগাদ বালেশ্বরের মাটি ছোঁয় মোদীর কপ্টার। এর পর রেলমন্ত্রীকে সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। সঙ্গে ছিলেন কেন্দ্রের আরও এক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। খতিয়ে দেখেন উদ্ধারকাজ। দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর বালেশ্বর হাসপাতালে যান প্রধানমন্ত্রী। সেখানে দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও।