প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সৌরভ, সম্পাদনা: বিজন
এখনও বোর্ডে কষা অঙ্ক। গরমের ছুটি বলে অবশ্য স্কুল বন্ধ। তাতেও শনিবার দুপুরে বালেশ্বরের অদূরে বাহানগা হাই স্কুলের সামনে থিকথিকে ভিড়। সরকারি সূত্র বলছে, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত ২৮৮ জন। নিয়ম মেনে মৃতদেহগুলির ময়নাতদন্ত হবে। কিন্তু তার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার আগে, সাড়হীন দেহগুলির অস্থায়ী ঠিকানা বাহানগা হাই স্কুল। এখান থেকে পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার কথা নয়। কিন্তু পরিজন হারানোর শোকে বিহ্বল অথবা প্রিয়জনকে খুঁজে না পেয়ে বিভ্রান্ত মানুষগুলিকে সে কথা কে বোঝাবে। সকাল থেকেই তাই ভিড় জমছে স্কুলের সামনে। এ হাসপাতাল ও হাসপাতাল ঘুরে, নিজের আত্মীয়-বন্ধুকে না পেয়ে, এখানেই হত্যে দিয়ে পড়ে আছেন অনেকে। বাহানগা হাই স্কুলে সারিবদ্ধ ক্লান্ত, উদ্ভ্রান্ত চেহারা, গুমরে ওঠা কান্না আর এক রাশ প্রশ্নের মুখোমুখি আনন্দবাজার অনলাইন।