Sujoy Prasad Chatterjee

নির্ধারিত লিঙ্গ-দেহ গঠনের বাইরে মনের ‘জানলা’র খোঁজ, নতুন পোশাক ভাবনায় সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়

লিঙ্গ পরিচয়, দেহের গঠন ও আকারের সমাজ নির্ধারিত ভাবনার ঊর্ধ্বে উঠে পোশাক নির্মাণ করলেন শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, নতুন প্রয়াসের ভাবনায় এল ‘জানলা’। তৈরি করা হল ছটি বিশেষ শাড়ি ও পাঞ্জাবি।

প্রতিবেদন: শ্রাবস্তী, চিত্রগ্রহণ ও সম্পাদনা: ঋতুরাজ

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ১৭:০৭
Share:
Advertisement

কংক্রিটের জঙ্গলের মাঝে হাঁপিয়ে ওঠা শহুরে জীবনে ‘জানলা’ দিয়ে বহির্বিশ্বকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষাকে শাড়ির আঁচলে আর পাঞ্জাবির গায়ে আনলেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। জানলা তাঁর কাছে মনের ভেতরকে দেখার পথও। তাই, বন্ধু-দিদি শম্পা মুখোপাধ্যায়কে সঙ্গে করে তাঁর এই নতুন প্রয়াস। জানলা দিয়ে দেখা প্রকৃতির ছয় ঋতু আর ‘জানলা’ শব্দটি আছে এমন কিছু বাংলা ও হিন্দি গানের লাইনের চিত্রপট তৈরি হচ্ছে পোশাকে। শাড়িগুলি পরে ছবিতে দেখা গেল নৃত্যশিল্পী পারমিতা সাহাকে। নাচের বহমানতাকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে দিতে চাইলেন পারমিতা। এই বিশেষ পোশাক ক্রেতার কাছে পৌঁছবে এই মাসেই, একটি নির্দিষ্ট সংখ্য়ায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement