প্রতিবেদন: শ্রাবস্তী, চিত্রগ্রহণ ও সম্পাদনা: ঋতুরাজ
কংক্রিটের জঙ্গলের মাঝে হাঁপিয়ে ওঠা শহুরে জীবনে ‘জানলা’ দিয়ে বহির্বিশ্বকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষাকে শাড়ির আঁচলে আর পাঞ্জাবির গায়ে আনলেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। জানলা তাঁর কাছে মনের ভেতরকে দেখার পথও। তাই, বন্ধু-দিদি শম্পা মুখোপাধ্যায়কে সঙ্গে করে তাঁর এই নতুন প্রয়াস। জানলা দিয়ে দেখা প্রকৃতির ছয় ঋতু আর ‘জানলা’ শব্দটি আছে এমন কিছু বাংলা ও হিন্দি গানের লাইনের চিত্রপট তৈরি হচ্ছে পোশাকে। শাড়িগুলি পরে ছবিতে দেখা গেল নৃত্যশিল্পী পারমিতা সাহাকে। নাচের বহমানতাকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে দিতে চাইলেন পারমিতা। এই বিশেষ পোশাক ক্রেতার কাছে পৌঁছবে এই মাসেই, একটি নির্দিষ্ট সংখ্য়ায়।