অসীমা ছিব্বরের ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জনপ্রিয়তা দেশের সীমানা পেরিয়েও ছড়িয়ে পড়ল। ছবির আয় কার্যত চোখে পড়ার মতো। দেশে এক দিনে উপার্জন ১.২০ কোটি। বক্স অফিসে তিন দিনের মাথায় তা ১৩ কোটিতে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রথম দিনে উপার্জন ৬০ হাজার ডলার। সপ্তাহ শেষে সেই সংখ্যা গিয়ে দাঁড়াবে ২৫০ হাজার ডলারে, এমনটাই অনুমান করা হচ্ছে। শুধু তাই নয়, নরওয়েতে শুক্রবার দ্বিতীয় হিট ছবি হিসাবে জায়গা করে নিয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। এক কথায় যা রেকর্ড। এর আগে নরওয়েতে কোনও ভারতীয় ছবি এত জনপ্রিয়তা পায় নি। স্বাভাবিকভাবেই এই ছবি নিয়ে আগ্রহ বেড়েই চলেছে সিনেপ্রেমীদের মধ্যে।