১৬ ফেব্রুয়ারি থেকে নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হয়েছে ‘আদি মহোৎসব’। বৃহস্পতিবার তার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনজাতি বিষয়ক মন্ত্রক আয়োজিত এই উৎসবে দেশের নানান প্রান্ত থেকে প্রায় হাজার আদিবাসী শিল্পী এসেছেন তাঁদের হস্তশিল্পের নমুনা নিয়ে। আছে তাঁতের কাপড়, গয়না ও আরও অনেক পণ্য। মেলার বিশেষ আকর্ষণ আদিবাসী কৃষকদের চাষ করা বাজরা।