Forest Fire

মেদিনীপুরের জঙ্গলে ভয়াবহ আগুন, এলাকায় আতঙ্ক

গত দেড় সপ্তাহ ধরে আগুন জ্বলছে মেদিনীপুর সদর ব্লকের সিজুয়া, মুরাকাটা এলাকায়। মঙ্গলবার সেই আগুন ছড়িয়েছে দেলুয়া এলাকাতেও। এ ছাড়া ভাদুতলা, শালবনি এলাকার জঙ্গলেও আগুন লাগার ঘটনা ঘটেছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪২
Share:
Advertisement

পর পর আগুন মেদিনীপুরের একাধিক জঙ্গলে। তার জেরে ছড়িয়েছে আতঙ্ক। মঙ্গলবার আগুন দেখা গিয়েছে মেদিনীপুর সদর ব্লকের দেলুয়া এলাকায়। আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে জঙ্গলের আগুনে বন্যপ্রাণীদের ক্ষতি হচ্ছে কি না তা নিয়ে সতর্ক বন দফতর।সোমবার রাত থেকে আগুন জ্বলছে মেদিনীপুর সদর ব্লকের সিজুয়া, মুরাকাটা এলাকায়। মঙ্গলবার সেই আগুন ছড়িয়েছে দেলুয়া এলাকাতেও। এ ছাড়া গত দেড় সপ্তাহ ধরে ভাদুতলা, শালবনি এলাকার জঙ্গলেও আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, জঙ্গলের শুকনো পাতায় আগুন লাগার ফলেই অগ্নিকাণ্ড ঘটেছে। প্রতি দিনই দমকলের ইঞ্জিন গিয়ে সেই আগুন নেভানোর কাজ চালাচ্ছে। মেদিনীপুরের দমকলের এক আধিকারিক জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই জঙ্গলে আগুন নেভাতে ইঞ্জিন পাঠাতে হচ্ছে। কী ভাবে জঙ্গলে আগুন লাগছে তার খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement